১৭ ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চালু

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৬:৫৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
ফাইল ছবি

ময়মনসিংহে রেললাইনের ওপর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর তা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রবিবার রাত আটটার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন সংলগ্ন মিন্টু কলেজ এলাকায় রেললাইনের ওপর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় মোটরসাইকেল ও ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয় যায়। রবিবার সারারাতেও ট্রেনটি উদ্ধার সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ের তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম জানান, সোমবার দুপুরে ট্রেনটির সরঞ্জাম ও স্লিপার মেরামতের কাজ করা হয়েছে। ফলে দুপুর দেড়টার দিকে সচল হয়েছে ময়মনসিংহ জামালপুর ট্রেন যোগাযোগ। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান একর্মকর্তা ।

ঢাকাইমস/০৯জুলাই/এমডি/ইএস