মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৭:৪৪ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৭:৩২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বসে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।

সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)। তাদের হেফাজত থেকে একটি ধারালো রামদা, দুটি বড় ছোড়া ও একটি ফিকল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এসআই আক্তারুজ্জামান।

ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :