শীতলক্ষ্যায় লঞ্চের সঙ্গে ধাক্কায় ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৯:২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার থেকে পড়ে গিয়ে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে।

রবিবার রাতে ওই ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

নিখোঁজরা হলেন- ওসমান গণি, জনি, সুজন, ইমন ও দিন ইসলাম। তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং তারা বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, রবিবার রাত সোয়া ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটের উদ্দেশে যাওয়ার সময় একটি ট্রলারটি মোড় ঘোরাতে গিয়ে ঘাটের পাশে আগে থেকে থামিয়ে রাখা লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। ওই ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন স্বজনরা ফায়ার সার্ভিসকে এমনটা জানালে সোমবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে।  ১৩ জনের একটি ডুবুরি দল অভিযান অব্যাহত রাখলেও এখনও কারও খোঁজ মিলেনি।

(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/জেবি)