বিএসএমএমইউর রিউম্যাটোলজির নতুন চেয়ারম্যান ডা. নজরুল

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ২১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

সোমবার তাকে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। একই দিনে বিএসএমএমইউর ৪৫টি বিভাগে নতুন চেয়ারম্যান (বিভাগীয় প্রধান) নিয়োগ দেয়া হয়। তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের আইন, অধ্যাদেশ অনুযায়ী আগামী তিন বছরের জন্য ৪৫টি বিভাগে চেয়ারম্যানদের নিয়োগদান করেন।

নিয়োগকৃত চেয়ারম্যানরা আগামীকাল মঙ্গলবার থেকে তাদের ওপর অর্পিত দায়িত্বভার গ্রহণ করবেন।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপাচার্য বলেন, চিকিৎসাসেবা নিয়ে রোগীদের আস্থা ধরে রাখতে সর্বশক্তি দিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটি বিভাগের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার উন্নয়ন ও প্রসার আত্মনিয়োগ করতে হবে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/বিইউ/জেবি)