পোশাক শ্রমিকদের অবরোধে কারওয়ান বাজারে তীব্র যানজট

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ১৪:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিনা নোটিসে কারখানা বন্ধ করায় ও বেতন-বোনাসের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে আধা ঘন্টাব্যাপী চলে তাদের বিক্ষোভ। এতে কারওয়ান বাজারের ব্যস্ততম সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট দেখা যায়। পরে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।

শ্রমিকরা জানায়, তেজগাঁওয়ের ১২০ পূর্ব তেজতুরী বাজার এলাকার ‘গোল্ডস্টার ডিজাইন লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে। তাই তারা রমজানের ঈদের বোনাস ও বকেয়া বেতন বাকি রেখেছিল। হঠাৎই বেতন বোনাস না দিয়ে বিনা নোটিসে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। এরই প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

রমজান শেখ নামে এক শ্রমিক জানায়, ‘বেশ কয়েকবার তারিখ দিয়েও বেতন-বোনাস দেয়া হয়নি। এমনকি হঠাৎ বিনা নোটিসে তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। সব শ্রমিকদের এক মাস করে বেসিকের সমপরিমাণ টাকা দিতে হবে। একই সঙ্গে রমজানের ঈদের বোনাসও দিতে হবে এবং তা একদিনেই।’

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন ঢাকাটাইমসকে জানান, ‘শ্রমিকরা সকাল এগারোটার দিকে কারওয়ান বাজারের প্রধান সড়ক অবরোধ করেছিল। তবে বেশিক্ষণ তা স্থায়ী হতে দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের জানানো হয় মালিককে ডেকে এনে বেতন ও বোনাস বিষয়ে সমাধান করতে। এর পরই তারা অবরোধ প্রত্যাহার করে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘যতটুকু জেনেছি পোশাক কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে। তাই বেতন বোনাস বাকি ছিল। সকালের মধ্যে সব পরিশোধ করার কথা থাকলেও তা করা হয়নি। তাই তারা আন্দোলনের এসেছেন বলে জেনেছি।’

ঢাকাটাইমস/১০জুলাই/এসএস/ডিএম