চাঁপাইনবাবগঞ্জে পোড়ানো হল মাটিকাটা মেশিন ও ট্রাক্টর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৮, ১৪:৫১

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সময় একটি মাটিকাটা মেশিন ও একটি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও একটি টাক্টর জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীরা পালিয়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া মহানন্দা নদীর তীরে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুন পাড়ার মহানন্দা নদী সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ১শ মিটার পূর্ব পার্শ্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদ জানান, একটি চক্র অবৈধভাবে সেতু এলাকায় মাটি ও বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে তারা উক্ত স্থানে অভিযান চালিয়ে মাটিকাটা মেশিন ও ট্রাক্টর পুড়িয়ে দেন।তিনি আরও জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এ সেতুটিকে রক্ষা করা সম্ভব বলে মত দিয়েছেন স্থানীয়রা।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :