সমাজকল্যাণমন্ত্রীর পায়ে সফল অস্ত্রোপচার

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ১৫:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রাতঃভ্রমণে গিয়ে পা পিছলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এখন তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

অস্ত্রোপচারের পর মন্ত্রী বলেন, ‘আমার জ্ঞান আছে, আমি ভাল আছি। আমি সকলের অভুতপূর্ব ভালবাসায় অভিভূত।’

গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রাজধানীর মিন্টো রোডের বাড়ির সামনে প্রাতঃভ্রমণ করতে বের হওয়ার পর পা পিছলে পড়ে যান সমাজকল্যাণমন্ত্রী মেনন। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

মন্ত্রীর দ্রুত আরোগ্যর জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

ঢাকাটাইমস/১০জুলাই/এমএম/এমআর