দৌলতপুরে শীর্ষ মাদক বিক্রেতা লাবু গ্রেপ্তার

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ১৭:৩৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে লাবু (৩৫) নামে এক শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লাবু এলাকায় মাদ্রক স¤্রাট হিসাবে পরিচিত বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা, বিজিবির উপর হামলা ও মাদকসহ একাধিক মামলা আছে।

আটক লাবু উপজেলার প্রাগপুর ইউপির ভারত সীমান্তবর্তী পাকুড়িয়া মন্ডল পাড়া গ্রামের ছায়েন মালিথার ছেলে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী লাবুকে টহল পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/ ইএস