মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ১৯:২৮

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য মাকে মারধরের অপরাধে আবু সাইদ নামে এক যুবককে ছয় মাসের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেয়।

এর আগে ছেলে সাইদের অত্যাচারে  অতিষ্ঠ হয়ে সোমবার তার মা চম্পা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।

দণ্ডপ্রাপ্ত আবু সাইদ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইত গ্রামের মৃত হামিদের পুত্র।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মুঞ্জুরুল ইসলাম জানান, আবু সাইদ নেশাগ্রস্ত যুবক, সে প্রায় সময় নেশার টাকার জন্য তার মা চম্পা বেগমকে বিভিন্নভাবে নির্যাতন করত। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চম্পা বেগম সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেন। পরে রাতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এলএ)