কিশোরগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ২০:২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রতারণার মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাইকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূর এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদী কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকার জসিম উদ্দিন সুজন ও আসামি ডা. মো. আব্দুল হাই মামতো-ফুফাতো ভাই। ২০১৪ সনের ১৫ এপ্রিল ডা. আব্দুল হাই ব্যক্তিগত প্রয়োজনে তার মামাতো ভাই জসিম উদ্দিন সুজনের কাছ থেকে ২০ লাখ টাকা ধার নেন। এক বছরের মধ্যে টাকা ফেরত দেয়ার বিষয়ে অঙ্গীকারপত্রও সম্পাদন করা হয় তাদের মধ্যে। কিন্তু এক বছর পর টাকা ফেরত না দিয়ে বাদীকে ঘুরাতে থাকেন। অঙ্গীকারের তারিখ ও সময়ে মামলার বাদী সুজন শহরের একরামপুরে তার বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে টাকা না নিয়ে উল্টো গালিগালাজ করেন এবং বিভিন্ন হুমকিও দেন।

এ ব্যাপারে জসিম উদ্দিন সুজন ২৯ মার্চ আদালতে ডা. আব্দুল হাইকে আসামি করে মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় দুইবার হাজিরা দিয়ে টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করলেও টাকা দেননি।

মামলার নির্ধারিত দিনে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এলএ)