বেনাপোলে ১১শ বোতল ফেনসিডিল জব্দ

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ১৯:৪১

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ১৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এই অভিযানে কোন মাদক কারবারিকে আটক করা যায়নি।

বুধবার সকালে এক অভিযানে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সীমান্তের বেনাপোলের পুটখালী দিয়ে বিপুলসংখ্যক ভারতীয় ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে পুটখালী ক্যাম্পের  টহল দলের বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় পুটখালী বিজিবি সদস্যরা ১১৩০ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  জব্দ ফেনসিডিলের মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি জানায়।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/এলএ)