ভোটের প্রচারে বাধার অভিযোগ সরোয়ারের

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ১৯:৫১

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে নিজ দলের নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে বাধা ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার বরিশাল নগরীর সদর রোডে গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।

সরোয়ার বলেন, ‘নির্বাচনে টুকিটাকি সমস্যা হবে। এনিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’

বিএনপির মেয়র প্রার্থী বুধবার সদর রোডে গণসংযোগ শেষে পোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

এদিকে নগরীর বর্ধিতাংশ রসূলপুরে গণসংযোগকালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কিছু হয়নি। তাছাড়া নির্বাচনে কিছু সমস্যা হবেই। সেই সমস্যাগুলো অতিক্রম করে আমরা নির্বাচনে জয়ী হবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পতাকাবাহী একটি গাড়ি বরিশালে দীর্ঘদিন যাবৎ ঘোরাঘুরি করছে। তিনি মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি। তিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই বরিশালে রয়েছেন। কেননা তার আত্মীয় এবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তিনি মন্ত্রী, সারা বাংলাদেশেই ঘুরবেন। কিন্তু আমি মনে করি নির্বাচনকালে তিনি বরিশালে না থাকলে আমাদের জন্য ভালো হবে।’

নগরীর মল্লিক রোডে গণসংযোগকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন। এরকম কোনো ঘটনা ঘটলে সেটা সবার আগে সাংবাদিকরাই জানবেন। সেরকম যদি কোনো খবর পেয়ে থাকেন তাহলে সেটার প্রমাণ দিতে অনুরোধ করছি।’

আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘নগরীতে বেকারত্ব নিরসনের জন্য আমি কাজ করব। এটাই আমার প্রধান উদ্দেশ্যে। তাছাড়া তরুণদের জন্য ডিজিটালভাবে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/১১জুলাই/টিটি/জেবি)