দেশে অনিবন্ধিত রোহিঙ্গা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ২১:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বাংলাদেশে আর কোনো অনিবন্ধিত রোহিঙ্গা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, ‘বাংলাদেশে অনুপ্রবেশকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মধ্যে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জনকে বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। বর্তমানে অনিবন্ধিত কোনো রোহিঙ্গা বাংলাদেশে নেই।’

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য ‘ওয়ার্ক স্টেশন’ সচল রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে জাসদের সংসদ সদস্য শিরীন আখতারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযানে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী অভিযানের ফলে জঙ্গিবিরোধী অভিযান ব্যাহত হবে না, বরং আরও জোরদার হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে দেশবাসী প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করছেন। তারা বলছেন, এই অভিযান যেন বন্ধ না হয়।’

‘সীসাকে কেন মাদক বলা হচ্ছে না’ আবুল কালাম আজাদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন। জবাবে মন্ত্রী বলেন, ‘আইনি কারণে আমরা সীসা সেবনকারীদের আইনের আওতায় আনতে পারছি না। তবে, সরকার মাদক আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, সেখানে সীসাকে মাদক হিসেবে উল্লেখ করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/১১জুলাই/এনআই/জেবি)