ভারতে অনুপ্রবেশকালে বেনাপোলে ১২ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ২১:৫৭

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, নড়াইল ও খুলনার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারে- বেশকিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু আটক করে।

বেনাপোল পুটখালী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ১২ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অনপ্রবেশ আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :