মুক্তাগাছায় একটি বেহাল সড়ক

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ২২:২৩

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত প্রাচীন ময়মনসিংহের মুক্তাগাছা। এই উপজেলা পৌর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা দরিচারআনি বাজার, বড় মসজিদ রোড (সড়ক)। অল্প বৃষ্টিতেই পাশের ড্রেন উপচে সড়কে পানি জমে যায়।  বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দা, গোটা পৌরবাসী, গ্রাম-গঞ্জ থেকে আসা এবং বহিরাগত লোকজনদের।

পৌরসভা কর্তৃপক্ষ দুর্ভোগ মেটাতে আশ্বাস দিয়েই চলেছেন। তবে, আজো সমস্যার সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ আলী ইদ্রিস জানান, সড়কে শুধু পানি। বিষাক্ত। দুর্গন্ধ। রোগ-বালাইয়ের উৎকৃষ্ট উৎসস্থল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৪-১৫ অর্থ বছর থেকে মুক্তাগাছা পৌরসভা এলাকায় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইআইপি) আওতায় চার বছর মেয়াদী উন্নয়ন কাজ চলছে। ওই উন্নয়ন কাজের ছোঁয়া পড়েনি এই সড়কে।

মেয়র শহিদুল ইসলাম বলেন, সড়কটি গুরুত্বপূর্ণ। প্রতি বছরই বর্ষায় সড়কের চিত্র প্রকট।

(ঢাকাটাইমস/১১জুলাই/এমডি/এলএ)