বিলে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৮, ১১:৪৭

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলে গোসল করতে নেমে তিন শিশু ডুবে মারা গেছে। বুধবার সন্ধ্যায় কাউনের চর গ্রামে কাউনের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান।

নিহতরা হলো- কাউনের চর গ্রামের ফকির আলীর ছেলে নূরে আলম (৫), সোহরাব আলীর ছেলে জোনায়েদ (৪) এবং সুকুর আলীর ছেলে নূর মোহাম্মদ (৬)। এদের মধ্যে একজনের লাশ দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। বাকি দুই লাশ উদ্ধার হয় রাত সাড়ে ১০টার দিকে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় ইউডি মামলা করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ জানান, ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত সাড়ে ১০টার দিকে জোনায়েদ ও নূর মোহাম্মদের লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, সন্ধ্যা ৬টার দিকে কাউনের চর গ্রামের এই তিন শিশু বাড়ির পাশের কাউনের বিলের পানিতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিলে নেমে নূরে আলমের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করতে না পরায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :