নেশাদ্রব্য খাইয়ে ৮ যাত্রীর সর্বস্ব লুট

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৪:১৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে নেশাদ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে আট যাত্রীকে রাস্তায় ফেলে গেছে ছিনতাইকারীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বুধবার রাতে মহাসড়কের কালিয়াকৈর বাজার বাস স্টেশন এলাকা থেকে তিনজনকে স্থানীয়রা এবং  বৃহস্পতিবার ভোরে পাঁচজনকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

উদ্ধারদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। অপর পাঁচজন বেলা ১১টা পর্যন্ত অচেতন থাকায় তাদের পরিচয় জানা যায়নি। উদ্ধারদের সবাইকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে টাকা পয়সা লুটে নিয়ে ছিনতাইকারীরা ফেলে গেছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার আব্দুল মান্নান, তার ছোট ভাই লুৎফর রহমান এবং একই এলাকার মোস্তফা।

টাঙ্গাইল থেকে কালিয়াকৈর আসার পথে তিনজনকে নেশাদ্রব্য খাওয়ানো হয় বলে অসুস্থ লুৎফর রহমান জানান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রবীর কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাদের নেশাদ্রব্য সেবন করিয়ে সবকিছু লুটে নিয়ে মহাসড়কের পাশে ফেলে যায় ছিনতাইকারীরা। তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)