‘মাদক-জঙ্গিবাদ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন’

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৪:৩৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা হয়।

নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের সভাপতিত্বে ওপেন হাউস ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। এছাড়াও তিনি পুলিশের ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

এসময় অন্যান্যের মধ্য বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক কাশেম, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, সাইফুল ইসলাম গোলাপ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)