বিরল রেকর্ডের সামনে ফরাসি কোচ

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৭:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের ফ্রান্স। রবিবার মস্কোতে ফাইনাল। ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই রেকর্ড বইয়ে নাম লেখাবেন ফ্রান্স কোচ দেশম। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দিদিয়ে দেশম। কোচ হিসেবে এবার বিশ্বকাপ জিতে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, মারিও জাগালোর কীর্তিকে স্পর্শ করার হাতছানি দেশমের সামনে।

তবে বেকেনবাওয়ারের মত ভাগ্য সুপ্রসন্ন ছিলনা ফোলারের। ১৯৯০ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতলেও ২০০২ সালে কোচ হিসেবে দল বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ফোলারের দল।জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো ব্রাজিলের মারিও জাগালো ফুটবলার ও কোচ হিসেবে দু'বারই বিশ্বকাপের ফাইনালে ওঠেন। ১৯৫৮ সালে ফুটবলার হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি।

বেকেনবাওয়ার, জাগালো- এই দুজনের পাশে নাম লেখানোর সুযোগ দেশম সামনে। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ট্রফি জয় করেছিলেন দেশম। ১৫ জুলাই মস্কোতে ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল জিতলেই রেকর্ড বইয়ে নাম উঠে যাবে দিদিয়ে দেশমের।

ঢাকাটাইমস/১২জুলাই/ডিএইচ