সহপাঠীদের উদ্যোগে বন্ধ হলো বাল্যবিয়ে

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৮:২২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরে সহপাঠীদের উদ্যোগে অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর (১৪) বাল্যবিয়ে বন্ধ হলো। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের সহায়তায় তারা এ বাল্যবিয়ে বন্ধ করেন।

সকাল থেকেই এই কিশোরীর বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম জানান, শ্রীপুরের একটি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের খবরটি বৃহস্পতিবার সকালে বাল্যবিয়ের শিকার কিশোরী বাহকের মাধ্যমে বিদ্যালয়ের কেবিনেট সভাপতির নিকট পৌছে। এ বিষয়টি অবহিত হওয়ার পর কেবিনেট সভাপতি বিদ্যালয়ের স্বর্ণ কিশোরী নামে সংগঠনের সদস্যদের নিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানা।

পরে দুপুরে পুলিশ কিশোরীর বাড়িতে গিয়ে  এ বাল্যবিয়ে বন্ধ করেন। বাল্যবিয়ের কুফল সম্পর্কে কিশোরীর পরিবারকে অবহিত করলে তারা প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলে অঙ্গীকার করেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)