সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের সভাপতি সালাহ্উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ০০:০১

অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদকে সভাপতি করে সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের অস্থায়ী কার্যালয় উত্তরায় একটি সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট কলামিস্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ।

সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে পরবর্তী ৩ বছরের জন্য অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ সভাপতি ও অ্যাডভোকেট মো: বশির উদ্দিন সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন।

এছাড়া অ্যাডভোকেট মোর্শেদা পারভীনকে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে অ্যাডভোকেট মনিরূল ইসলাম আকাশ ও অ্যাডভোকেট জাহিদুল হক বাবু, সহ-সভাপতি যথাক্রমে অ্যাডভোকেট সেলিম জাভেদ, অ্যাডভোকেট মোর্শেদ আলম তালুকদার বাবুল ও অ্যাডভোকেট শাহনাজ আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর খান, অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভুইঁয়া, অ্যাডভোকেট ম. তারিকুল ইসলাম মিনা, অ্যাডভোকেট মো: সুহেল ইসলাম খান, অ্যাডভোকেট হাজেরা ইমরান আজরা, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট রুমানা ইসলাম সেরনিয়াবাত, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল আহমেদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর মাহমুদ মোর্শেদ পান্থ, অ্যাডভোকেট ফিরোজুল ইসলাম, অ্যাডভোকেট মাহমুদুর রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ খায়রূল ইসলাম, অ্যাডভোকেট আজাদুল ইসলাম আজাদ।

অন্যান্য কর্মকর্তাবৃন্দ যথাক্রমে আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, অফিস সম্পাদক অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ আলো, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট মাহজাবিন খাঁন নিশু, অর্থ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো: আল হাসান, কৃষি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: কামাল হোসেন আপন।

কেন্দ্রীয় সদস্যবৃন্দ যথাক্রমে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, অ্যাডভোকেট রেজাউল করিম (নারায়ণগঞ্জ বার),অ্যাডভোকেট টিটু মোহন দে, অ্যাডভোকেট তাসলিমা ইয়াসমিন দিপা, অ্যাডভোকেট তাজুল ইসলাম খোকন (ময়মনসিংহ বার), অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুন (জয়পুরহাট বার), অ্যাডভোকেট রফিকুল ইসলাম (ময়মনসিংহ বার), অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম (রংপুর বার), অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন (নরসিংদী বার), অ্যাডভোকেট তাহমিনা বিলকিছ (ফরিদপুর বার), অ্যাডভোকেট জিল্লুর রহমান তালুকদার (ঢাকা বার), অ্যাডভোকেট শহিদুল ইসলাম (খুলনা), অ্যাডভোকেট মো: আনিছুর রহমান, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. শাহাদাত হোসাইন (নরসিংদী বার), অ্যাডভোকেট মো. শাহিন আলমাছ মিয়া (টাংগাইল বার), অ্যাডভোকেট রোকনুজ্জামান (শরিয়তপুর বার), অ্যাডভোকেট আন্না খানম কলি, অ্যাডভোকেট মো. সাজ্জাদ সারোয়ার, অ্যাডভোকেট মহসিন শিকদার, অ্যাডভোকেট এস.এম মেজবাহউদ্দিন, অ্যাডভোকেট নুরে আলম ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান।

ঢাকাটাইমস/১২জুলাই/এমআই/ ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :