ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ১৪:০৪

ফরিদপুর জেলায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রেতা, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৭৬আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। এসময় ৮১২ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯টি উপজেলার অভিযানে মধ্যে মাদক মামলায় ১১ জন, মাদক বিক্রেতা ও সেবনকারী ৯ জন, নিয়মিত মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানা জারীকৃত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন থানায় মোট ১০ টি মামলা রুজু হয়েছছে।

ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৭৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :