মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ২১:৩৭

মাগুরার শ্রীপুর উপজেলা সদরের মদনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৪৫)। গত ৩০ জুন রাতে এ হামলার ঘটনা ঘটেছিল।

প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাঙ্গীর আলম।

জানা গেছে, প্রায় ২ বছর আগে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদনপুর গ্রামের ইউপি সদস্য পদ নিয়ে প্রার্থী নাজির মজুমদার ও রজব আলীর মধ্যে বিরোধের জের ধরে ওই গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই সংঘর্ষে পরাজিত প্রার্থী নাজির মজুমদারের পক্ষে খলিল হোসেন নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনার জের ধরে গ্রামবাসি দুভাগে বিভক্ত হয়ে পরে। ওই ঘটনার পর হত্যা মামলায় দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বাড়িতে আসেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বাবুল হোসেন।

এরপর গত ৩০ জুন শনিবার গভীর রাতে স্থানীয় বাজার থেকে ফুটবল খেলা দেখে বাবুল নিজ বাড়ির দিকে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাবুলের একটি পায়ের রগ কেটে যায়। বাবুলের চিৎকারে তার পক্ষের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় জাহাঙ্গীর হোসেনসহ আরও ৩ জন আহত হন। শুক্রবার দুপুরে জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশের পাশাপাশি মাগুরা থেকে অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে।

ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :