অর্থপাচারে ব্যাংকারদের সতর্ক করলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৫:৫৪ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৫:৩৬

গত অর্থবছরে রপ্তানির তুলনায় আমদানি বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির দেশের তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের উদ্দেশে বলেছেন, ‘এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, এর মাধ্যমে যেন বিদেশে অর্থ পাচার না হয়।’ এসময় তিনি মোবাইল ব্যাংকিংয়ে অপব্যবহার যেন না হয় সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিবোধ’ বিষয়ক কনফারেন্সে তিনি এই কথা বলেন। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়ার ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘সুশাসন নিশ্চিতকরণে লক্ষ্যে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সঠিক জায়গায় সঠিক মানুষকে নিয়োগ দিতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

‘কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করবে তার ব্যবস্থাপনার ওপর, তার অভ্যন্তরীণ সুশাসনের ওপর। আর ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটি আরও বেশি সত্য।’

ফজলে কবির বলেন, ‘সম্পদের সুষম ব্যবহার ও অপচয় রোধের পাশাপাশি স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে ব্যাংক। আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যাংকসমূহ আমাদের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এ কারণে একটি অপরাধমুক্ত স্থিতিশীল ও দক্ষ ব্যাংকিংব্যবস্থা বাংলাদেশ সমাজব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কনফারেন্সের সহযোগিতায় ছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশ লিমিটেড (এবিবি) ও অ্যাসোসিয়েশন অফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অফ ব্যাংকস ইন বাংলাদেশ ( এএসিওবিবি)।

বিএফআইইউ এর দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক এ বিএম জহুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এবিবি এর সভাপতি ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, এএসিওবিবি এর সভাপতি ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহানউদ্দিন বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :