চলনবিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৭:৫৯

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে নাটোরের সিংড়ায় শনিবার ‘চলনবিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলনবিলের যুব সমাজকে ফুটবল উৎসবে মেতে তুলতে এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রী পলকের একান্ত সহকারী মাওলানা রুহুল আমিন।

‘সুস্থ দেহ সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ এই শ্লোগান নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় তিন মাসব্যাপী এই খেলার আয়োজক স্থানীয় দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠান। টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়নের চারটি গ্রুপে মোট ১২টি দল অংশ গ্রহণ করছে।

এবিষয়ে চলনবিল ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, চলনবিলের যুব সমাজকে নেশা ও জঙ্গিবাদ থেকে বিরত রাখতেই তাদের এই ব্যতিক্রম উদ্যোগ। এছাড়া ঘোড়দৌড়, হা-ডু-ডু, সাতার ও নৌকাবাইচসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলায় চলনবিলের মাঠগুলো এখন মুখরিত। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সুস্থ, সুস্পষ্ট গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :