চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

প্রকাশ | ১৪ জুলাই ২০১৮, ১৮:১২

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

চট্টগ্রাম নগরীতে পিকআপভ্যানে ইয়াবা পাচারের সময় তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পশ্চিম)। উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা ও এক লাখ টাকা।

শনিবার বিকালে চান্দগাঁও থানাধীন শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ঠাকুরবাড়ি গ্রামের মো শাহাজানের ছেলে মো সজিব (২২), টেকনাফের নাইট্যং পাড়ার করিম উল্লার ছেলে মো. ইয়াসিন ও ভোলা সদরের দীঘিলদী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ওবায়দুর রহমান।

ডিবি পুলিশ জানায়, একদল মাদক বিক্রেতা কক্সবাজার থেকে কালুরঘাট হয়ে একটি সাদা রংয়ের পিকআপ (রেজি. ঢাকা মেট্রো-ন-১৩-৮১৫৩) ইয়াবা ট্যাবলেট বহন করে চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের চান্দগাঁও থানার শরাফত পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর ডিবির (পশ্চিম) মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

তাদের কাছে থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মঈনুল ইসলাম (পশ্চিম) এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ইএস