দেড় মাস ধরে মর্গে পড়ে আছে ভারতীয়ের লাশ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৮:১৭

যশোর কেন্দ্রীয় কারাগারে জগলু সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিকের লাশ মৃত্যুর দেড় ধরে হাসপাতালের মর্গের ফ্রিজে পড়ে আছে৷

গত ২৯মে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ১৫ মিনিটে তিনি মারা যান।

পরে দুপুরে তার ময়নাতদন্ত শেষে লাশ হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা হয়েছিল। শনিবার দুপুর পর্যন্ত নিহত ভারতীয় নাগরিকের যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গের ফ্রিজে পড়ে আছে৷

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তির কারণে ভারতীয় হাইকমিশন থেকে এখন পর্যন্ত কারাগার কর্তৃপক্ষ কোনো নির্দেশনা পায়নি। তবে এব্যাপারে কাজ চলছে দ্রুত তার সমাধান হবে৷

তিনি আরও বলেন ৬০দিন পার না হওয়া পর্যন্ত এই লাশের সৎকার করা যাবে না৷ যদি ভারত সরকার তাদের লাশ ফেরত না নেয়৷ তবে ৬০দিন পার হলে এই লাশের সৎকার করা হবে৷

গত ২৯শে মে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগলু সিং মারা যান। তিনি হিন্দিতে কথা বলতেন। নিজের নাম, আর দেশ ছাড়া কোন তথ্য তিনি দিতে পারেননি। ফলে তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাজা ভোগের পর মুক্তি হলেও তিনি নিজের দেশে ফিরতে পারেননি।

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা জগলু সিংয়ের মরদেহ হিমাগারে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কারাগার সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১৪ সালের ৯ জুন বান্দরবানের ন্যাইক্ষংছড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এরপর বান্দরবানের আদালত তাকে এক বছরের কারাদন্ড দেন। এরপর থেকে তিনি বান্দরবানের কারাগারে আটক ছিলেন। সাজা ভোগের মেয়াদ শেষে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সেদেশে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু ভারত সরকার তাকে নিতে রাজি হয়নি৷ স্বরাষ্ট্র মন্ত্রলায়ের নির্দেশ পেলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে৷

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :