পুলিশ চেকপোস্ট দেখে পালানোর সময় কোচের ধাক্কায় মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ২১:১৪

বগুড়ার শাজাহানপুর মহাসড়কে দূর পাল্লার বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আব্দুল মমিন (৩৬)। তারা চেকপোস্ট দেখে পালানোর সময় এ দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

শনিবার দুপুরে উপজেলার নয়মাইল আতাহার আলী অটোরাইস মিলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার ফুলকোট স্কুলমাঠ পাড়ার মৃত আলিমুদ্দিন আকন্দের ছেলে। আহত আব্দুল মমিন একই গ্রামের ওয়াহেদ আলী প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর সময় পেছন দিক থেকে আসা হানিফ এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস তাদের সজোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। মোটরসাইকেলটি আগুন ধরে পুড়ে যায়।

পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন মারা যান।

থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :