ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ১৩:৩৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে র‌্যাবের অভিযানে বিকাশ প্রতারক চক্রের পাচ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার ভোর রাতে জেলার ভাঙ্গা উপজেলার শিমুল বাজার ও মিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন, বিল্লাল মাতুব্বর(৩০), সোহেল মোল্লা(২২), রাসেল হাওলাদার(২৭),  জুয়েল মোল্লা(২১) ও আতিউর রহমান(২৫)।

ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইচউদ্দিন জানান, আটকৃতরা উত্তরবঙ্গের বিশেষ করে দিনাজপুর ও লালমনিরহাটের কতিপয় অসাধু বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। ভুয়া বিকাশ একাউন্ট খুলে ফরিদপুরের ভাঙ্গার সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের সহায়তায় মানিকগঞ্জ জেলার সদরের হাবিবুর রহমানের বিকাশ এজেন্টের চার লাখ একষট্টি হাজার নয়শত ছাপান্ন টাকা এবং শরীয়তপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যের নিকট হতে প্রতারণার মাধ্যমে সাত হাজার একশত পনেরো টাকা হাতিয়ে নেয় তারা ।

তিনি বলেন, তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল ফোন, সিমকার্ড ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় ২০ হাজার  টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতদের ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

(ঢাকাইমস/১৫জুলাই/প্রতিনিধি/ওআর)