পাকুন্দিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৬:৩১

মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের সম্মানে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক পাকুন্দিয়ায় রবিবার সকালে বনজ চারা বিতরণ করা হয়েছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক বন বিভাগের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) মো.হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. গৌর গোবিন্দ দাশ, একাডেমিক সুপারভাইজার শারফুল আলম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসের অফিস-সহকারী মো.রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন।

প্রসঙ্গত, উপজেলার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক কলেজে ৪১টি, হাইস্কুল-মাদ্রাসায় ৩৭টি করে এবং প্রাইমারি স্কুলের প্রত্যেকটিতে ২৫টি করে বনজ চারা বিতরণ করা হয়।

১৮ জুলাই সারাদেশের ন্যায় পাকুন্দিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :