প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার ফাঁসি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৮:২২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৭:৪২

নেত্রকাণার পূর্বধলায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয় আদালত।

রবিবার দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত হচ্ছেন- উপজেলার ধোবাহোগলা গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কাশেম।

আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, জমি বিরোধ নিয়ে ধোবাহোগলা গ্রামের কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল আবুল কাশেমের। এর জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাত ১২টার দিকে নিজের ঘরে মেয়ে নাসিমাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবুল কাশেম। পরদিন সে নিজে বাদী হয়ে পূর্বধলা থানায় প্রতিপক্ষের ছয়জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২৯ এপ্রিল মামলার বাদী কাশেমকে হত্যার একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করে এই রায় দেয়।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :