নদী ভাঙন থেকে রক্ষা চায় জামালপুর পৌরবাসী

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ১৩:৫৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের পৌর এলাকায় নদী ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ৯নং ওয়ার্ডের জনগণ।

সোমবার সকালে পৌর এলাকার হরিপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে  এই মানববন্ধন হয়।

মানববন্ধনে সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জেলা যুবলীগের সহ-সম্পাদক মুখলেছুর রহমান সুজন, ভাঙনে ক্ষতিগ্রস্ত রেনু বেগমসহ এলাকার সর্বস্তরের জনগণ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত ভাঙনের ফলে প্রায় ১৫০-২০০ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে আরো ১০০ পরিবারের বসতবাড়িসহ জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/এলএ)