বিশ্বকাপের ঘোরেই আছেন গ্রিজম্যান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৪:৫২ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৪:৪৬

রবিবার লুজনিকির মাঠে গতিময় তারুণ্য নির্ভার ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি হলো ক্রোয়েশিয়ার। বিশ্বসেরা হওয়ার মঞ্চে মদ্রিচদের ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতলো ফরাসিরা। ১৯৯৮ সালে জিনেদিন জিদানের পর এবার আঁতোয়া গ্রিজম্যানের হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হলো ফ্রান্স। আর এমন বিজয়ের ঘোরেই আছেন ফ্রান্সের বিশ্বকাপ নায়ক গ্রিজম্যান।

ফ্রান্সের বিশ্বকাপে জয়ের পেছনে অনেক অবদান রাখেন গ্রিজম্যান। পুরো আসরে ফরাসিদের পক্ষে চারটি গোল করেন তিনি আর সতীর্থদের দিয়ে করান দুটি গোল। এছাড়াও ফাইনালের মত বিগ ম্যাচে গতকাল গোল করে জয়ে অবদান রাখেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষে নিজের বিশ্বকাপ ঘোর নিয়ে গ্রিজম্যান বলেন,‘আসলে আমি নিজেও জানি না আমি এখন কোথায়। আমি এখনো ঘোরের মাঝেই আছি। এটা অনেক অসাধারণ, দারুণ খুশির। ফাইনালটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। ক্রোয়েশিয়া দারুণ একটা ম্যাচ খেলেছে। আমাদের শুরুটা ভয়ানক ছিল। আমরা জানতাম এটা বিশ্বকাপের ফাইনাল। এরপর আমরা গুছিয়ে নিলাম, কাউন্টার অ্যাটাক করলাম, পার্থক্য গড়ে দিলাম। শিরোপা উঁচিয়ে ধরে আমরা এখন সামনের দিকে এগোবো।’

বিজয় উল্লাসের পার্টি করার আভাসও দিয়ে রাখলেন এই ফ্রান্স তারকা। তিনি বলেন,‘ ইতিহাস গড়েছি আমরা। এই জয় আমরা উপভোগ করবো। অনেক পার্টি হবে কাল(সোমবার)।’

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :