নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৬:১৮ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৬:০২

সাম্প্রতিক সময়ে অভাবনীয় সাফল্যের জন্য বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আগামী দিনেও এই সাফল্য অব্যাহত রেখে সালমা বাহিনী বাংলাদেশের জন্য আরও পুরস্কার জিতে আনবে বলেও আশাবাদী সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি টাইগ্রেসদের তাক লাগানো পারফরম্যান্স নিয়েও কথা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গত ১০ জুন মালয়েশিয়ায় এশিয়া কাপ টি টোয়েন্টিতে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এই মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা।

এই টুর্নামেন্টের সাফল্য যে কোনো অঘটন ছিল না সেটিও প্রমাণ করেছে টাইগ্রেসরা। আয়ারল্যান্ডে স্বাগতিকদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয় করা ছাড়াও প্রথমবারের মতো বিশ্বকাপে জেতার যোগ্যতা অর্জন করেছে তারা।

বিশ্বকাপে উঠতে বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বী সব দলকে বলতে গেলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে এই বিষয়টি না থাকলেও প্রধানমন্ত্রী এ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে আনুষ্ঠানিক প্রস্তাব পাস হয় নারী দলকে অভিনন্দন জানিয়ে। সেই সঙ্গে তাদের আরও উন্নতির জন্য করণীয় বিষয়েও কথা হয়।

মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হকের বোন সায়মা হকের মৃত্যুতেও শোক প্রস্তাব পাস হয়েছে।

শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান আইনমন্ত্রীর বোন। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

বৈঠকে আরেকটি ধন্যবাদ প্রস্তাব পাস হয়েছে। অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরী মহা হিসাবরক্ষক নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে ধন্যবাদ জানানো হয়।

ঢাকাটাইমস/১৬জুলাই/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :