দিনদুপুরে টাকা ছিনতাই, আটক ২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:১২ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৭:১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে সোমবার দুপুর ২টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা একটি ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডে দুপুর ২টার দিকে নাঈম টেলিকমের মালিক সোহেল মল্লিক দুপুরের খাবার খাওয়ার জন্য দোকান বন্ধ করে বিকাশের ও ব্যাংক থেকে উত্তোলনকৃত সাড়ে তিন লাখ টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ডিভাইস একটি ব্যাগে ভর্তি করে রাখে। ব্যাগটি পাশে রেখে দোকান বন্ধ করছিল। এ সময় পাশের চায়ের দোকানে বসে থাকা ছিনতাইকারীরা কৌশলে টাকা ও মোবাইল ভর্তি ব্যাগটি নিয়ে যায়। পরবর্তীতে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। ওই দুই ছিনতাইকারীদের কাছে টাকার ব্যাগটি পাওয়া যায়নি।

আটকরা হলেন যশোর জেলার বেনাপোল থানার দিঘিয়র গ্রামের শুকুর আলী গাজী, একই থানার ভরাদেবর গ্রামের মো. মনিরুল ইসলাম।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক যদি থানায় লিখিত অভিযোগ করে, তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :