ফসলের উপর শত্রুতা, লাখ টাকার বেগুন শেষ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ২১:১০

কুষ্টিয়ার দৌলতপুরে শত্রুতা করে মুখাই উদ্দিন নামে এক বর্গাচাষির চার বিঘা জমির বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের।

এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

মুখাই উদ্দিন জানান, আমি ধার-দেনা করে ৪ বিঘা জমিতে বেগুন চাষ করেছিলাম। আমার জমি থেকে প্রতি সপ্তাহে আমি ৯০-১০০ মণ বেগুন বাজারে বিক্রি করছি। এরই মধ্যেই কে বা কারা শত্রুতা করে আমার সব বেগুন গাছ কীটনাশক দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। এতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আন্সারী বিপ্লব জানান, রবিবার সকালে বিষয়টি আমি শুনেই তার বেগুনের ক্ষেত পরিদর্শন করেছি। তিনি একজন বর্গা চাষি। তার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তার মোশারফ হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জমি পরিদর্শন করা হয়েছে। আমরা ওই কৃষকের ক্ষতি কিছুটা কমানোর জন্য আগামী ফসলে তাকে প্রদর্শনী ও পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করব।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :