দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত: ত্রাণমন্ত্রী

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ২৩:২৮

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বলেছেন, বিগত বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে আগামী বন্যা মোকাবেলায় সরকারি সব দফতর সম্মিলিতভাবে কাজ করছে। মানুষের কোনো সমস্যা হবে না। 

সোমবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধসহ ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চলছে। আসন্ন বন্যার আগেই বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব শাহ্ কামালের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উত্তম কুমার দাস, জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক।

ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/ ইএস