সৎকার হলো সেই ভারতীয় নাগরিকের লাশ

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৫:২৪

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

হাসপাতাল মর্গে দেড় মাস ধরে পড়ে থাকা ভারতীয় নাগরিক জগলু সিং(৫০) এর লাশ অবশেষে সৎকার করা হয়েছে।

গত ১৪ই জুলাই হাসপাতাল মর্গে পড়ে আছে ভারতীয় নাগরিকের লাশ এমন সংবাদ ঢাকাটাইমসে প্রকাশিত হয়। রিপোর্ট প্রকাশের পর মঙ্গলবার সকাল সাড়ে এগারো টারদিকে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ লাশ যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গের ফ্রিজ থেকে বের করে। পরে তাকে সৎকার করা হয়েছে বলে জানিয়েয়েছন জেলার আবু তালেব৷

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তির কারণে ভারতীয় হাইকমিশন থেকে এখনো পর্যন্ত কারাগার কর্তৃপক্ষ কোনো নির্দেশনা পায়নি।

গত ২৯শে মে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগলু সিং মারা যান।পরে দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা হয়।

তিনি ভারতীয় নাগরিক। হিন্দিতে কথা বলতেন। নিজের নাম, আর দেশ ছাড়া কোনো তথ্য তিনি দিতে পারেননি। ফলে তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/ওআর)