ডাকাতির সময় গণপিটুনিতে সাবেক ইউপি সদস্য নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৫:৩৬

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ইসমাইল হোসেন (৪৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ২টায় একদল ডাকাত বাতাবাড়ীয়া গ্রামের কৃষক চন্ডী বিশ্বাসের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে ওই বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতদল পালিয়ে যায়। এক পর্যায়ের গ্রামবাসীর ধাওয়ায় ডাকাত সর্দার ইসমাইল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই ইসমাইলের ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম জানান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইসমাইল হোসেনের লাশ পুলিশ উদ্ধার করেছে।তিনি ওই এলাকায় ডাকাত সর্দার নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও নারী নির্যাতনসহ চান্দিনা থানায় ৩টি মামলা রয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদ উল্লাহ জানান, ইসমাইল হোসেনের পৈত্রিক নিবাস মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তিনি ডাকাতি ছাড়তে না পারায় স্থানীয়দের চাপে এলাকা ছাড়া হয়ে পাশ্ববর্তী মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে বসবাস করেন।

বাতাবাড়িয়া গ্রামের ভোটার হয়ে ২০০১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিচাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :