অস্তিত্ব রক্ষায় বিএনপি নির্বাচনে আসবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৫:৫৫

বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্যই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগ আয়োজিত এলাকার বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান প্রদানের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিজ নির্বাচনী এলাকা ঢাকা-২ আসনের কামরাঙ্গীচরের ১২২ টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে।

এসময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর মাসে একটা সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করি। এছাড়া নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করবে বলেও আমরা আশা করি। এবার গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি নির্বাচন।'

অনুষ্ঠানে উপস্থিত খতিব ও ইমামদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘একটা সমাজকে সুন্দর করার জন্য, একটা সমাজে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন কায়েমের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন খতিব সাহেবরা।’

কামরাঙ্গীচর সহ দেশের বিভিন্ন মসজিদে লাইব্রেরী স্থাপন, ইমামদের সম্মান বৃদ্ধি সহ নানা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নতি হয় না।’

কামরাঙ্গীচর থানা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান মাদবর, স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, স্থানীয় নেতাকর্মী ও অনুদান পাওয়া মসজিদের খতিব ও ইমামরা।

ঢাকাটাইমস/১৭জুলাই/কারই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :