বরিশাল-ঢাকা মহাসড়কে ব্রিজ ভেঙে যান চলাচল ব্যাহত

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৭:০৯ | আপডেট: ১৭ জুলাই ২০১৮, ১৭:২৩

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশালের গৌরনদীর ইল্লায় বরিশাল ঢাকা মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এরফলে বরিশাল ঢাকা মহাসড়কে চলাচলকারী সকল যানবাহনকে পয়সারহাট, গোপলগঞ্জের কোটালিপাড়া হয়ে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। পাশাপাশি ভেঙে যাওয়া বেইলি ব্রিজের পাশে বিকল্প সড়ক চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে বরিশালমুখী একটি ১০ চাকার বালু ভর্তি ট্রাক গৌরনদীর ইল্লা নামক স্থানের বেইলি ব্রিজ পার হচ্ছিল। এসময় হঠাৎ করে বেইলি ব্রিজটি ভেঙে যায়।

তিনি বলেন, ঘটনার পর থেকে বরিশাল ঢাকা মহাসড়কে চলাচলকারী সকল যানবাহনকে বিকল্পপথে পয়সারহাট, গোপালগঞ্জের কোটালিপাড়া হয়ে চলাচল করতে বলা হয়েছে। ফলে কেউ মাদারীপুর আবার কেউ ভাঙ্গা থেকে বের হয়ে যাচ্ছেন।

ঢাকাটাইমস/১৬জুলাই/টিটি/ ইএস