শীর্ষ কর্মকর্তাদের ধমক দিলেন কিম

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৭:৩৪ | আপডেট: ১৭ জুলাই ২০১৮, ১৭:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

কোনো প্রকল্প বা কারখানা পরিদর্শনের সময় বরাবরই কর্মকর্তাদের প্রশংসা করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে এবার তিনি ক্ষুব্ধ হয়েছেন। খবর বিবিসির।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, সম্প্রতি একটি বিশাল বিদ্যুৎ কেন্দ্র, একটি বিনোদন কেন্দ্র ও একটি হোটেল পরিদর্শনে যান কিম। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বিদ্যুৎ কেন্দ্রটির মাত্র ৭০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান কিম।

পারমাণবিক অস্ত্র তৈরির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকেও গুরুত্ব দিচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ কিমের কড়া মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে। দেশটির আঞ্চলিক পত্রিকা রোদং সিনমুন নবম পৃষ্ঠা জুড়ে এই সংবাদ প্রকাশ করেছে।

কর্মকর্তাদের ঘটনাস্থলেই ‘দিক নির্দেশনা’ দেয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে নির্দিষ্ট কমিটিকে সচারচর ধমক দেন না কিম।

কেসিএনএ জানায়, বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে যখন কিম দেখেন মাত্র ৭০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে, তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান।

খবরে বলা হয়, প্রকল্পটির দেখভাল না করে শুধু প্রাদেশিক কর্মকর্তাদের ওপর ছেড়ে দেয়ায় মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তাদের তিরস্কার করেন তিনি।

একটি বিনোদন কেন্দ্রের বাথটাবের নোংরা অবস্থারও সমালোচনা করেন কিম। তিনি বলেন, ‘এটি মাছের ট্যাঙ্কের চেয়েও নোংরা।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআই)