আইএসপিএবির ইন্টারনেট সম্মেলন ২ আগস্ট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৭:৩৯

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (সেনগ) ৩২তম ইন্টারনেট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারনেট সেবাদাতা সংস্থা-আইএসপিএবি।

আগামী ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট রোডের খিলক্ষেতে অবস্থিত লা মেরেডিয়ান হোটেলে ৯ দিন ব্যাপী এ সম্মেলন চলবে।

একইসঙ্গে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নবম সম্মেলন। সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)।

সম্মেলনে দেশি বিদেশি প্রায় দুই হাজার ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ইন্টারনেট ব্যবসায়ী অংশ নেবেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রযুক্তিগত দিক, নীতি এবং সামাজিক ও পেশাগত উন্নয়নে ইন্টানেটের নানা বিষয় নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা