সাউথগেটের সম্মানে স্টেশনের নাম পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৮:১৭

ফিফা বিশ্বকাপের ২১তম আসরের চ্যাম্পিয়নের মুকুট উঠেছে ফ্রান্সের মাথায়। রবিবার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ১৯৯৮ সালের পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ফরাসিরা। তবে ফাইনাল মহারণের নায়ক ফরাসিরা হলেও রাশিয়া বিশ্বকাপে নজর কেড়েছে বেশ কয়েকটি টিম। যার মধ্যে একটি হলো ইংল্যান্ড।

রাশিয়া বিশ্বকাপে দারুণ একটি সময় পার করেছে ইংল্যান্ড। চার নম্বরে থেকে আসর শেষ করলেও নিজেদের দারুণ ফুটবল দিয়ে জয় করেছেন দেশের মানুষের মন। আর এই ইংলিশদের দারুণ পারফরম্যান্সের পেছনে মানুষটা হলো দলটির কোচ সাউথগেট। তাই এই সাউথগেটকে সম্মান জানাতে সাময়িক ভাবে পরিবর্তন করে হয়েছে স্টেশনের নাম।

লন্ডনের সংবাদ মাধ্যম অনুযায়ী সোমবার থেকে আগামী ৪৮ সাউথগেট টিউব স্টেশনটির নাম হবে গ্যারেথ সাউথগেট স্টেশন। তাছাড়া পাল্টে গিয়েছে স্টেশনের লোগোও। তার সঙ্গে লেখা ছিল,‘এই সুন্দর সফরের জন্য অনেক ধন্যবাদ। সাউথগেট এখন আপনার।’

রাশিয়ায় মিশন শেষ করে রবিবার দেশে পা রেখেছেন সাউথগেট শিষ্যরা। বার্মিংহাম বিমানবন্দরে হ্যারিকেনদের স্বাগত জানাতে হাজির হন হাজার হাজার ফুটবল ভক্তরা।

(ঢাকাটাইমস/১৭/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :