কোটা আন্দোলনকারী তরিকুল এক দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৮:৩৮
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে ভাঙচুর মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য মো. তরিকুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ও তরিকুল ইসলামের রিমান্ড আবেদন করেছিলেন। ওই দিন ফারুকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে তরিকুলের পরীক্ষা থাকায় তার রিমান্ড আবেদনের শুনানি পিছিয়ে ধার্য করা হয় ১৭ জুলাই (আজ)।

গত ৯ এপ্রিল দিবাগত ভোররাত চারটা থেকে পরদিন বিকাল চারটার পর্যন্ত টিএসসি মোড় থেকে দোয়েল চত্বর মোড়ে পুলিশের কাজে বাধা, ইটপাটকেল নিক্ষেপ ও জনসাধারণের যানবহন ভাঙচুরের অভিযোগ এনে মামলাটি করে পুলিশ।

গত ২ জুলাই তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন আদালতে নিলে তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন বিচারক।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। গত ৮ এপ্রিল শাহবাগে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দিলে রাতভর উত্তপ্ত থাকে ঢাবি ক্যাম্পাস। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

ওই ঘটনায় শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস গত ১০ এপ্রিল মামলাটি দায়ের করেন। ওই দিনের ঘটনায় আরো দুটি মামলা হয়। এর একটি দায়ের হয় ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায়। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে মামলাটি করেন। তবে কোনো মামলার এজাহারেই আসামির নাম উল্লেখ নেই। পরে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ‘ঘোষণা’ দিলেও সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

প্রজ্ঞাপন জারির দাবিতে আবার রাস্তায় নামলে পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগ। তাদের অভিযোগ, পরিষদের এক নেতা ফেসবুকে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে ‘দেশ কি তার বাপের’ এমন বক্তব্য দেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রলেিগর এক নেতার মামলায় পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :