কারাগারে উপজেলা চেয়ারম্যান সাবিরা

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৮:৪৪

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

অবৈধ সম্পদ অর্জণের মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত এ আসামি মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের প্রার্থণা করেন।

শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

এর আগে গত ১২ জুলাই একই বিচারক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের এই মামলায় এ আসামির ৬ বরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং জ্ঞাত আয় বহিভূতভাবে অর্জিত ১ কোটি ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেন আদালত।

দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের ওই কারাদ- প্রদান করা হয়।

২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদের দায়ের করা মামলার এজাহারে আসামির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন হিসাব প্রদান এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন। মামলাটিতে ২০১০ সালের ২৫ জুলাই চার্জশিট দাখিল করে দুদক। আসামি ২০০৯ সালের ২৪ মে দুদকে সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি সম্পদ বিবরনীতে মোট ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ২৭ টাকা ৮৪ পয়সার হিসাব দাখিল করেন।

ঢাকাটাইমস/১৭জুলাই/আরজেড/ডিএম