রাজধানীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছর জেল

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৯:২৩

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কোতয়ালি থানার একটি অস্ত্র মামলায় মো. কুদ্দুছ নামে এক আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ঈমাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান।

দণ্ডিত কুদ্দুছের বাড়ি বরিশাল জেলার কোতয়ালি থানাধীন সালনা গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুর রহমান।

মামলার বিবরণ হতে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর ঢাকার কোতয়ালি থানাধীন বাবু বাজার ব্রিজস্থ রাস্তার পশ্চিম পাশের একটি টংঘর থেকে আসামি কুদ্দুছকে দশমিক ৩২ বোরের একটি রিভলবার এবং ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় কোতয়ালি থানার এসআই মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর একই থানার এসআই ছায়েদুর রহমান ওই বছর ২ নভেম্বর ওই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০০৪ সালের ২২ আগস্ট আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। মামলার রায় ঘোষণার আগে আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

ঢাকাটাইমস/১৭জুলাই/আরজে/ইএস