বরিশালে ইভিএম চান না আ.লীগ কাউন্সিলর প্রার্থী ভুলু

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৯:৪০

ব্যুরো প্রধান, বরিশাল

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিল চেয়েছেন বরিশাল সিটি নির্বাচনের ১২নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলু। তিনি ইতোমধ্যে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

তিনি তার দুই কেন্দ্র থেকে ইভিএম বাতিলের আবেদনে বলেছেন, আমার ওয়ার্ডের জনগণ ইভিএম-এ ভোট দিতে সমস্যার মুখোমুখি হবে। ইভিএম পদ্ধতি নিয়ে বিগত রংপুর, রাজশাহী, খুলনা ও গাজীপুর নির্বাচনে বিভিন্ন ত্রুটি থাকার কারণে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। তাই আমার ওয়ার্ডে ইভিএম বাতিল করে সাবেক পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য অনুরোধ রইল।

কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলু বলেন, ইভিএম বাতিল চেয়ে গত ১৩ জুলাই আমি আবেদন করেছি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/টিটি/এলএ)