সমাজকল্যানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি, হাঁটছেন ওয়াকারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:৪৭ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৯:৫৫

সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। ওয়াকারে ভর দিয়ে ওয়াকারে ভর দিয়ে হাসপাতালের বারান্দায় হেঁটেছেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমি ওয়াকারে পায়ে ভর দিয়ে হাঁটতে পারছি, সুস্থতার পথে।’

মাইদুল ইসলাম জানান, বিকাল চারটার দিকে স্কয়ার হাসপাতালের বারান্দায় ওয়াকারে ভর দিয়ে ৮-১০ মিনিট হাঁটাচলা করেছেন মন্ত্রী। আগের চেয়ে সুস্থ আছেন। হাসপাতালের বারান্দায় হাঁটার সময় একমাত্র ছেলে আনীক রাশেদ খান মন্ত্রীর সঙ্গে ছিলেন।’

উল্লেখ্য, রাশেদ খান মেনন গত ৫ জুলাই ভোরে তার মিন্টু রোডের সরকারি বাসভবনে প্রাতভ্রমণের সময় সময় পা পিছলে পড়ে যান। এতে বাম পায়ের ফ্রাকচারজনিত কারণে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ জুলাই তার পায়ে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন ও হাসপাতালের ওয়াকারে ভর দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৮-১০ মিনিট করে হাঁটাহাঁটি করছেন।

ঢাকাটাইমস/১৭জুলাই/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :