সাবেক নেতার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ২১:১৯ | আপডেট: ১৭ জুলাই ২০১৮, ২১:৫০

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

সাবেক ছাত্রলীগ নেতার করা মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর ৪নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা এ নির্দেশ দেন।

গত ২০১৪ সালের ২৯ মার্চ নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ওই সময়ের উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু পক্ষের সাথে মাজেদুল হক তানভীর পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে এই ঘটনায় বাবু বাদী হয়ে মাজেদুল হক তানভীরকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

দুপুরে নোয়াখালীর ৪নং আমলি আদালতে তানভীরসহ ছয়জন আত্মসমর্পন করে জামিনের আবেদন করে। পরে আদালত শুনানি শেষে পাঁচজনের জামিন মঞ্জুর করলেও প্রধান আসামি তানভীরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকালে সেনবাগ পৌর শহরে একটি মিছিল ও সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/এলএ)